July 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 27th, 2025, 11:18 am

১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন

ছবি: সংগৃহীত

 

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭৩ যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল বিমানটি। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়।

জানা গেছে, আমেরিকান এয়ারলাইন্স বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে এই আগুনের সূত্রপাত। বিমানটি জরুরি অবতরণ করে এবং যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এতে একজন আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় বিকেল ২টা ৪৫ মিনিটে ডেনভার থেকে মিয়ামি গামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়াল দেওয়ার আগমুহূর্তে এই ঘটনা ঘটে। বিমানটি তখনো রানওয়েতে ছিল। এক যাত্রী ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ধোঁয়ার মধ্যে যাত্রীরা স্লাইড ব্যবহার করে দ্রুত বিমান থেকে নামছেন।

বিমানে থাকা ১৭৩ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, পাঁচজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়।

এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) এক বিবৃতিতে জানায়, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ার পর বিমানের উড্ডয়ন বাতিল করা হয়। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের এক টায়ারের ত্রুটির কারণে এই ‘মেইনটেনেন্স ইস্যু’ দেখা দেয়। এরপর বিমানটিকে পরিষেবার বাইরে রাখা হয়েছে।

ঘটনার সময় বিমানবন্দরে অন্তত ৩০৬টি ফ্লাইটে বিলম্ব হয়। বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত সব আগত ফ্লাইটের জন্য সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে।

উল্লেখ্য, এ বছরের মার্চ মাসেও আমেরিকান এয়ারলাইন্সের আরেকটি বিমানে ‘ইঞ্জিন-সংক্রান্ত’ সমস্যার কারণে সেটিকে ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছিল।

এনএনবাংলা/আরএম