বাংলাদেশ ক্রিকেট দল আবারও প্রমাণ করল নিজেদের ঘরের মাঠে আধিপত্য। ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।
এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। এর আগে ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানে জয়ই ছিল টাইগারদের রেকর্ড।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩০.১ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের স্পিনারদের সামনে পুরোপুরি নাস্তানাবুদ হয় ক্যারিবীয় ব্যাটাররা। শুরু থেকেই বল ঘুরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ইনিংসের প্রথম স্পেলেই তিনি তুলে নেন তিন উইকেট—আলিক আথানেজে (১৫), আকিম অগাস্টে (০) ও ব্রেন্ডন কিং (১৮)।
এরপর বল হাতে জ্বলে ওঠেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। তানভীর ফেরান অধিনায়ক শাই হোপকে (৪)। রিশাদ এক ওভারেই নেন জোড়া উইকেট—শেরফান রাদারফোর্ড (১২) ও রস্টন চেজ (০)।
শেষদিকে আকিল হোসেন ১৫ বলে ২৭ রানের ছোট ঝড়ে কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। নাসুম ৭ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট, রিশাদ ৩/৫৪, আর মিরাজ ও তানভীর নেন দুটি করে উইকেট।
শুরুতে বাংলাদেশের ইনিংস গড়ার ভিত গড়ে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। ২৫.২ ওভারে এই জুটি তোলে ১৭৬ রান, যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। এর আগে সর্বোচ্চটি ছিল তামিম ইকবাল ও লিটন দাসের (২০২০, সিলেট, জিম্বাবুয়ের বিপক্ষে)।
সৌম্য সরকার ৮৬ বলে করেন ৯১ (৭ চার, ৪ ছক্কা) এবং সাইফ হাসান ৭২ বলে ৮০ (৬ চার, ৬ ছক্কা)। দুজনই আক্ষেপ নিয়ে ফেরেন—সাইফ আউট হন রস্টন চেজের বলে, আর সৌম্য মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন।
ওপেনাররা ফেরার পর বাংলাদেশের রান তোলার গতি কমে যায়। তাওহিদ হৃদয় খেলেন ধীরগতির ২৮ (৪৪ বলে), শান্ত করেন ৫৫ বলে ৪৪। শেষদিকে মেহেদী হাসান মিরাজ (১৭) ও নুরুল হাসান সোহান (১৬) দ্রুত রান তুলে দলকে পৌঁছে দেন ২৯৬ রানে।
ম্যাচ সারসংক্ষেপ
বাংলাদেশ: ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬
সৌম্য ৯১, সাইফ ৮০, শান্ত ৪৪
বোলিং (ওয়েস্ট ইন্ডিজ): আকিল ৩/৪৩, চেজ ২/৫৪
ওয়েস্ট ইন্ডিজ: ৩০.১ ওভারে ১১৭ অলআউট
আকিল ২৭, কার্টি ১৫
বোলিং (বাংলাদেশ): নাসুম ৩/১১, রিশাদ ৩/৫৪, মিরাজ ২/২৫, তানভীর ২/২৭
ফলাফল: বাংলাদেশ জয়ী ১৭৯ রানে
সিরিজ ফলাফল: বাংলাদেশ ২–১ ওয়েস্ট ইন্ডিজ
এনএনবাংলা/
আরও পড়ুন
গোপনে বিয়ের গুঞ্জন, যা বললেন ববি
সাইফের পর সেঞ্চুরি হাতছাড়া করলেন সৌম্য
কাভা কাপ ভলিবলে জয় দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন মিশন শুরু