রাজধানীর বিজয়নগরে আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। টানা ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে তিনি অ্যাম্বুলান্সে করে হাসপাতাল ত্যাগ করেন।
তিনি আরও বলেন, ঘটনার দিন নুরকে গুরুতর অবস্থায় ঢামেকে আনা হলে দ্রুত একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়। সারা রাত ধরে চিকিৎসকরা তার চিকিৎসা চালান। পরে তাকে হাসপাতালের পুরাতন ভবনের ৪র্থ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীতে আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতে থাকে।
এর আগে, গত ২৯ আগস্ট বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে পুলিশের লাঠিচার্জে নুরসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। সেসময় দলীয় নেতারা রক্তাক্ত অবস্থায় নুরকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের নাক ফেটে গিয়ে মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে। পরে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। পরদিন সকালে তার জ্ঞান ফেরে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি আনোয়ারুল
তানজানিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৭০০, সেনাবাহিনী মোতায়েন
ঢাকায় আ. লীগের ঝটিকা মিছিল থেকে এ পর্যন্ত গ্রেপ্তার ৩ হাজার: ডিএমপি