জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৮ হাজার ৪৯৬ কোটি ছয় লাখ ৬৫ হাজার টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা হিসাবে)।
রোববার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেশের ব্যাংকগুলোর মধ্যে জুলাই মাসের প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৬ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার। এরপরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার।
এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি চার লাখ ডলার ও জনতা ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এসেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার।
এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত ৩ মাসে শেষ করার নির্দেশ
আমার কিছু হলে মুনির দায়ী হবে: ইমরান
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হলো র্যাপিড পাস