January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 31st, 2022, 8:27 pm

১ আগস্ট থেকে ৩ দিন গ্যাস বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় তিন দিন গ্যাস সরবাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো, আখতারুজ্জামান জানান, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কে গ্যাসলাইন স্থানান্তরের কাজের জন্য তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চার লেনের সড়কে গ্যাসের পাইপ লাইন স্থানান্তরের কাজ চলবে।

দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রজ্ঞাপনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি বাসিন্দাদের জানানো হয়।

—ইউএনবি