সরকার বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে কোভিড-১৯ প্রতিরোধে সাত দিনের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করবে।
আগামী ৭ ডিসেম্বর এই কর্মসূচি শেষ হবে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) ও টিকাদান কর্মসূচির পরিচালক ডা.শামসুল হক।
তিনি বলেন, এই কর্মসূচির অধীনে প্রায় ৯০ লাখ লোককে টিকা দেয়া হবে। যেখানে ১৭ হাজার ১১৬টি দল কাজ করবে।
ডা. শামসুল হক আরও বলেন, কোভিড-১৯-বিষয়ক জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি (এনটিএসি) ভাইরাসের আরও বিস্তার রোধে কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে।
তিনি বলেন, এনটিএসি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নাগরিক এবং গর্ভবতী নারীদের চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত শিশুসহ মোট জনসংখ্যার ৮৭ শতাংশ দেশে প্রথম ডোজ পেয়েছে এবং ৭৩ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে যাবে প্রসিকিউশন
দুদক এজাজের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ