নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে, তাঁদের প্রতি সুবিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন সংস্কার ও মেরামতকাজ পরিদর্শন করতে যান আইন উপদেষ্টা। এ সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমাদের প্রসিকিউশন টিম আছে, এটা তো মন্ত্রণালয়ের কাজ না। প্রসিকিউশন টিম ডিউ প্রসেস ফলো (যথাযথ প্রক্রিয়া অনুসরণ) করে, চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবেন। আমরা আপনাদের এইটুকু বলতে চাই, বিচার হবে, তবে সেটা সুবিচার।’
আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে গুলি চালিয়ে কমপক্ষে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করেছে তৎকালীন স্বৈরাচারী ফ্যাসিস্ট রেজিম। তিনি বলেন, ‘মৃতদেহের আমরা নতুন সংখ্যা পাচ্ছি, সংবাদ পাচ্ছি। কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষের অঙ্গহানি ঘটেছে, গুরুতর আহত হয়েছেন, চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছেন।’
আইন উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ কেন, উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এত বড় গণহত্যার নজির কোথাও নাই। এমনকি পৃথিবীতেও এটা খুবই বিরল বলা চলে। এত বড় একটা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ। সেই অপরাধের বিচার যেখানে হবে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা আমরা আজকে পরিদর্শন করেছি।’
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে