নিজস্ব প্রতিবেদক :
আগামী ১ আগস্ট (রোববার) থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীদের পক্ষ থেকে দফায় দফায় দাবি জানানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা আরােপিত বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হয়েছে। উল্লিখিত বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
আমদানি-রফতানি সংক্রান্ত নানাবিধ যৌক্তিক কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অন্য ক্ষেত্রে বিধি-নিষেধের কঠোরতা বজায় থাকবে।
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
৪৩তম বিসিএস গোয়েন্দা সুপারিশে বাদ ২২৭ জন, থাকছে পুনর্বিবেচনার সুযোগ
সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা