January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 3rd, 2022, 8:40 pm

২০০০ যাত্রীবাহী প্রমোদতরীতে করোনা আতঙ্ক

অনলাইন ডেস্ক :

মুম্বাই থেকে ছুটে যাওয়া কমপক্ষে ২০০০ যাত্রীবাহী প্রমোদতরীর একজন ক্রুর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এরপরই ‘করডোলিয়া ক্রুজেজ এমপ্রেস’-এর কোনো যাত্রীকে ভারতের গোয়া’য় অবতরণ করতে দেয়নি কর্তৃপক্ষ। গত রোববার ওই প্রমোদতরীর যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত রানে বলেছেন, কারো কারো দেহে করোনা পজেটিভ পাওয়ার পর যাত্রীদের এই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা ছাড়া তাদেরকে আমরা অবতরণ করতে দিতে পারি না। এসব যাত্রীর করোনা পরীক্ষার জন্য স্থানীয় একটি হাসপাতালকে নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা বলেছেন, একজন ক্রুর দেহে এন্টিজেন পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে। তার সংক্রমণের বিষয়টি নিশ্চিত হতে হবে আরটি-পিসিআর পরীক্ষায়। ওই জাহাজে মোট আরোহী আছেন ২০১৭ জন। ভিক্টর হাসপাতালে এখন এসব যাত্রীর পরীক্ষা হচ্ছে। সেখানকার প্যাথলজিস্ট ড. ইউগিনি ডি’সুজা এই পরীক্ষা করছেন। রোববার রাত সাড়ে এগারটা নাগাদ প্রায় ৫০০ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রাত একটার মধ্যেই প্রথম ব্যাচের ফল পাওয়া যাওয়ার কথা।