একজন মন্ত্রী বা উপদেষ্টা পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত সাফল্য আসে না ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করতে হলে পার্লামেন্টে কমপক্ষে ২০০ আদর্শিক ও তাকওয়াবান প্রতিনিধিকে পাঠাতে হবে। বর্তমান বিধি পরিবর্তন করতে হলে অন্তরের ভেতর সততা ও নৈতিকতা থাকা ব্যক্তিদেরই সেখানে স্থান পাওয়া জরুরি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবারে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আলেম–ওলামাদের সঙ্গে জনগণের দীর্ঘদিনের সম্পর্ক আছে। তারা সমাজের শক্তির প্রতীক। এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে এগোচ্ছি—আগামী দিনে নতুন পথের সন্ধান পাব, এবং কোনোভাবেই আর অন্ধকারে ফিরে যাবো না।
তিনি আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা করে মানুষের আবেগকে উসকে দেওয়ার অধিকার কারও নেই। ইসলাম নিয়ে কোনো মন্তব্য করার আগে আলেম–ওলামাদের মতৈক্য জরুরি; তা না হলে সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে যাবে প্রসিকিউশন
২৩ বছর পর দেশে ফিরছেন অভি, বরিশাল-২ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন