জাতীয় সংসদের উন্নয়ন ও অনুন্নয়ন কার্যক্রমে ব্যয় করার জন্য ২০২২-২৩ অর্থবছরে ৩৪১ দশমিক ৮৯ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন।
বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী অর্থবছরের বাজেট এক দশমিক ৭২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের বাজেট ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা।
বৈঠকে বিদায়ী অর্থবছরের বাজেট সংশোধন করে ৩১৬ দশমিক ০১ কোটি টাকা করেছে কমিশন।
কমিশনের সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং সংসদে বিরোধীদলীয় নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
স্পিকার শিরীন শারমিন পরে সাংবাদিকদের বলেন, চলতি ২০২১-২২ অর্থবছরে সংসদ বরাদ্দের চেয়ে কম ব্যয় করেছে।
তিনি বলেন, ‘সচিবালয়ের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা অর্থবছর শেষে প্রায় ৮০ কোটি টাকা ফেরত দিতে পারব।’
করোনা মহামারির কারণে অধিবেশন চলাকালীন কম কার্যদিবস থাকা এবং বিদেশি ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মসূচি হ্রাস করায় অর্থ সাশ্রয় হয়েছে বলে জানান তিনি।
সংসদ সচিবালয়ের সচিব এ কে এম আবদুস সালাম বৈঠকের আলোচ্যসূচি উপস্থাপন করেন এবং এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
আগামী বিজয় দিবস গণহত্যাকারীর শাস্তির রায়ে উদ্যাপন হবে: আসিফ নজরুল
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে