January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 7:33 pm

২০২৩ এশিয়ান কাপ হবে কাতারে

অনলাইন ডেস্ক :

আগামী নভেম্বরে প্রথমবারের মত কাতারে বসবে ফিফা বিশ্বকাপের আসর। ফুটবল বিশ্বকাপের পর ২০২৩ এশিয়ান কাপও আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশটি। এবারের এই আসর চীনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে তারা আয়োজক দেশ থেকে নাম প্রত্যাহার করে নেয়। সোমবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় আয়োজক হতে কাতারের পাশাপাশি আগ্রহ প্রকাশ করে দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া। এএফসি কাতারকেই বেছে নিয়েছে। এর আগে দুইবার এশিয়ান কাপ আয়োজন করেছিল কাতার, ১৯৮৮ এবং ২০১১ সালে। তবে টুর্নামেন্ট শুরুর তারিখ এখনো চূড়ান্ত করেনি এএফসি। কাতারে গরমের কথা চিন্তা করে টুর্নামেন্ট শুরু হতে পারে ২০২৪ সালের জানুয়ারিতে, এমনি জানিয়েছেন এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসোর জন। এবারের টুর্নামেন্টে অংশ নিবে ২৪টি দল।