অনলাইন ডেস্ক :
২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ও উদ্বোধনী ম্যাচ বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে উয়েফার কার্যনিব্যাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। ইউরোর ম্যাচগুলো জার্মানীর তিনটি অঞ্চলের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর মধ্যে দক্ষিনাঞ্চলে বার্লিন, হামবুর্গ ও লিপলিগ, পশ্চিমাঞ্চলে ডর্টমুন্ড, ডাসেলডর্ফ, ফ্রাংকফুর্ট, গেলসেনকারচেন ও কোলন ও দক্ষিনাঞ্চলের ম্যাচগুলো ফ্রাংকফুর্ট, মিউনিখ ও স্টুটগার্টে অনুষ্ঠিত হবে। ৩২ দলের ইউরো আসর ২০২৪ সালের ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত আয়োজিত হবে। এর আগে ২০০৬ সালে ফিফা বিশ্বকাপ জার্মানীতে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৩৬ সালের অলিম্পিক গেমসের মূল ভেন্যু বার্লিন স্টেডিয়ামকে পুন:সংষ্কার করে বিশ্বকাপের ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পশ্চিম জার্মানীতে ১৯৭৪ সালের বিশ্বকাপ ও ১৯৮৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজিত হয়েছিল।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর