December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 7:04 pm

২০২৪-এর গণঅভ্যুত্থানের শক্তিকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সচেষ্ট থাকতে হবে : রুহুল আমিন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তিকে জাতির ইতিহাস চর্চা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে জাতি অন্ধকারের গহিন জঙ্গলে পতিত হবে। ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের শক্তিকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সচেষ্ট থাকতে হবে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর ওকড়াবাড়ী টর্নেডো একাদশের আয়োজনে ডে-নাইট হাডুডু প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন। তিনি আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতির প্রতিটি ধাপে আমাদের সজাগ থাকতে হবে। দেশীয় সংস্কৃতিকে লালন করার জন্য কাবাডি, হাডুডু ও ফুটবলের মতো খেলাধুলার আয়োজন বাড়াতে হবে, যাতে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এছাড়াও তিনি কোমলমতি ছাত্র-ছাত্রী ও তরুণ যুবকদের চলাফেরা ও খাওয়া-দাওয়ার প্রতি খেয়াল রাখার জন্য প্রত্যেক মায়ের প্রতি আহ্বান জানান, যাতে তারা মাদকাসক্তিতে জড়িয়ে না পড়ে। শুক্রবার রাত ৮টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন। পুরস্কার হিসাবে বিজয়ী দল উত্তর পানাপুকুর মধ্যপাড়া টাইগার ক্লাবকে একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দল ঠাকরাদাহ মন্দিরপাড়া ক্লাবকে একটি এলইডি টেলিভিশন দেওয়া হয়।  শেষে প্রধান অতিথি খেলায় উপস্থিত দর্শকদসহ সকলের কৃতজ্ঞতা প্রকাশ করনে শিষ্টাচারপূর্ণ দর্শক হিসেবে খেলা উপভোগ করায়।