৯২ হাজার ৪৫০ টাকা কমিয়ে সরকার ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবারের হজ প্যাকেজ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হজ যাত্রীদের সাধারণ প্যাকেজের আওতায় ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের আওতায় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, গত বছরের মতো ২০২৪ সালেও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মানুষ হজে যেতে পারবেন।
২০২৩ সালে সরকারিভাবে হজে যাওয়ার সর্বনিম্ন খরচ ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারিভাবে ৬ লাখ ৬০ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করেছিল সরকার।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স