ফুটবল মাঠে লিওনেল মেসির আর কিছু প্রমাণ করার নেই। মাঠের নৈপুণ্যের পাশাপাশি অর্থনীতির দুনিয়ায় নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর তথ্যানুযায়ী, ২০২৫ সালে মেসির মোট আয় হয়েছে ১৩ কোটি মার্কিন ডলার। এই আয় এসেছে মাঠের পারিশ্রমিক ও মাঠের বাইরের বিজ্ঞাপন, স্পনসরশিপ এবং ব্র্যান্ড চুক্তি মিলিয়ে। এই আয়ের কারণে মেসি ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ফুটবলার হিসেবে জায়গা করেছেন।
তালিকার শীর্ষে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো, যার আয় হয়েছে ২৮ কোটি ডলার। মেসির ১৩ কোটি ডলারের বড় অংশ এসেছে মাঠের বাইরের বাণিজ্যিক চুক্তি থেকে। স্পোর্টসওয়্যার, প্রযুক্তি, পানীয় ও লাইফস্টাইল ব্র্যান্ড—সবখানেই মেসির উপস্থিতি তাকে পরিণত করেছে এক চলমান বৈশ্বিক ব্র্যান্ডে।
২০২৫ সালের ফুটবল অর্থনীতির তালিকায় মেসির পাশাপাশি আছেন আরও অনেক তারকা। করিম বেনজেমা আয় করেছেন ১০ কোটি ৪০ লাখ ডলার, কিলিয়ান এমবাপে ৯ কোটি ৫০ লাখ, আর্লিং হলান্ড ৮ কোটি, ভিনিসিয়ুস জুনিয়র ৬ কোটি, মোহাম্মদ সালাহ ৫ কোটি ৫০ লাখ এবং সাদিও মানে ৫ কোটি ৪০ লাখ ডলার। তরুণদের মধ্যে জুদ বেলিংহ্যাম (৪ কোটি ৪০ লাখ) ও লামিনে ইয়ামাল (৪ কোটি ৩০ লাখ) দেখাচ্ছেন ভবিষ্যতের দিকনির্দেশনা।
এনএনবাংলা/

আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত
হঠাৎ দেখা দিলেন নব্বই দশকের মডেল রিয়া
মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে খেলবেন শমিত–হামজারা