বাংলাদেশ ক্রিকেট দল – সংগৃহীত
পাওয়া না পাওয়ার ভিড়ে আনন্দ আর বেদনা নিয়ে ফুরিয়েছে আরো একটা বছর। স্মৃতির পাতায় ঠাঁই নিয়েছে ২০২৪। একইসাথে ব্যস্ত একটা মৌসুম শেষ করল বাংলাদেশ ক্রিকেট। যদিও বছরটা তেমন ভালো যায়নি টাইগারদের।
বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টি-টুয়েন্টিতে ধবলধোলাই দিয়ে বছরের ইতি টেনেছে টাইগাররা। তবে কাগজে কলমে ২০২৪ সালটা সুখকর ছিল না। হেরেছে তিন ফরম্যাট মিলিয়ে বেশিভাগ ম্যাচেই। মোট ৪৩ ম্যাচে জয় আসে ১৮টিতে।
তবে সেসব নিয়ে বসে থাকার সুযোগ নেই। ব্যস্ততা কমছে না নতুন বছরেও। লিটন-শান্তদের জন্যে অপেক্ষা করছে বেশ ব্যস্ত সূচি। নেই দম ফেলার অবকাশ।
বছরের প্রায় পুরোটা জুড়েই মাঠে থাকবেন ক্রিকেটাররা। ব্যাট-বল হাতে ব্যস্ত সময় কাটাবে টাইগাররা। বিপিএল দিয়ে যার শুরু, আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। থাকছে দ্বিপক্ষীয় সিরিজের আধিপত্যও।
বিপিএলের একাদশতম আসর চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিপিএল কাটিয়ে এরপর বছরের বাকি সময়ে ৪০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে পৌঁছালে ম্যাচ সংখ্যা আরো বাড়বে।
গত বছর মাত্র ৯টা ওয়ানডে খেললেও চলতি বছর খেলবে তার দ্বিগুণের বেশি ম্যাচ। ২১টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। টি-টুয়েন্টি ম্যাচ সংখ্যাও কম নয়, ১৮টি টি-টুয়েন্টি খেলবে তারা। তবে টেস্ট ম্যাচ সংখ্যা মাত্র ৪টি।
ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি : ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ (পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত)।
মার্চ
বাংলাদেশ-জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি (হোম সিরিজ)।
মে
বাংলাদেশ-পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি।
জুন
বাংলাদেশ-শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি।
আগস্ট
বাংলাদেশ-ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি (হোম সিরিজ)।
অক্টোবর
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি (হোম সিরিজ)।
নভেম্বর
বাংলাদেশ-আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি (হোম সিরিজ)।
এছাড়া নারীদের ওয়ানডে বিশ্বকাপ গড়াবে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। এর আগে ও পরে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে টাইগ্রেসরা।
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
ইসলামে সম্মানিত মাস রজব