December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 18th, 2023, 7:29 pm

২০২৬ বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে?

অনলাইন ডেস্ক :

২০২৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে রোববার যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে ডালাস কাউবয়েজের হোম গ্রাউন্ড এটি অ্যান্ড টি স্টেডিয়াম পরির্দশন করেছেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। এই স্টেডিয়ামটি ছাড়াও ফাইনালের জন্য নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম ও আটালান্টার মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়ামে নাম বিবেচিত হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো বড় পরিসরে ৪৮টি দল আসন্ন এই বিশ্বকাপে অংশ নেবে।

টুর্নামেন্টের সার্বিক দিক পরিচালনার জন্য মিয়ামির কোরাল গেবলসে ফিফা নতুন একটি অফিসও খুলেছে। বিশ্বকাপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন নতুন কর্মীও নিয়োগ দেওয়া হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, রোববার ফিফা প্রধানের সাথে ভেন্যু পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন কনকাকাফ প্রধান ভিক্টর মোন্টাগলিয়ানি। ভেন্যু চূড়ান্তের আগে ইনফান্তিনোর আরো কিছু স্টেডিয়াম পরিদর্শনের কথা রয়েছে। এ বছরের শেষে ফাইনালের ভেন্যু চূড়ান্তের ঘোষনা আসবে বলে ধারণা করা হচ্ছে।