October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 17th, 2025, 12:01 am

২০২৬ সালে রমজান ও ঈদ কবে, জানা গেল

 

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশে রমজান শুরু হতে পারে এক দিন পর, অর্থাৎ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি। তবে সেইদিন চাঁদ সূর্যাস্তের মাত্র এক মিনিট পর অস্ত যাবে, যার ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হিসেবে গণ্য করা হচ্ছে।

আল-জারওয়ান আরও জানিয়েছেন, রমজান মাসের শেষে শুক্রবার, ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে, অর্থাৎ বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ।

তবে রমজানের চূড়ান্ত সূচি নির্ধারণ করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি, যারা ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা করবে।

ইসলামিক মাসগুলো হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয়, যা চাঁদের ১২ মাসব্যাপী আবর্তনের উপর ভিত্তি করে তৈরি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রমজানে রোজার সময়কাল অঞ্চলভেদে ভিন্ন হবে। মাসের শুরুতে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ অনেক দেশে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা হবে। মাসের শেষ দিকে এটি ধীরে ধীরে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে।

এনএনবাংলা/