নিজস্ব প্রতিবেদক:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ বতসোয়ানার নাগরিক লেসেডি মোলাপিসির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ জানুয়ারী) গ্রেপ্তার এ নারীকে আদালতে হাজির করে বিমানবন্দরে থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেসেডি মোলাপিসিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। ওই যাত্রী দক্ষিণ আফ্রিকা থেকে দোহা থেকে কাতার এয়ারলাইন্সযোগে গত রোববার বিকেলে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। সন্দেহভাজন মনে হলে জিজ্ঞাসাবাদের সময় ওই বিদেশি তার লাগেজে কোনো ওষুধ থাকার কথা অস্বীকার করেন। এ সময় বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যান করার সময় ট্রলি ব্যাগের ভেতর গুঁড়া ও দানাদার পদার্থ দেখতে পান। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন
কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
ইতালির নাগরিক তাবেলা হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড