January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 13th, 2023, 8:20 pm

২০ হাজার টিকেট বিনামূল্যে দিচ্ছে ফিফা

অনলাইন ডেস্ক :

ফিফা উইমেন’স বিশ্বকাপ শুরু হতে বাকি আর কেবল এক সপ্তাহ। কিন্তু এখনও টিকেট তেমন বিক্রি হচ্ছে না আসরটির দুই আয়োজক দেশের একটি নিউ জিল্যান্ডে। তাই দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকেট বিনামূল্যে দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। এখন পর্যন্ত বিক্রি হওয়া ১০ লাখ টিকেটের বেশিরভাগই যৌথ আয়োজক অস্ট্রেলিয়ায় বিক্রি হয়েছে। বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি ধরা হচ্ছে তাদেরকে। সেই তুলনায় নিউ জিল্যান্ডে ফুটবল নিয়ে মাতামাতি নেই বললেই চলে।

তাই সেখানকার দর্শকদের স্টেডিয়ামে বসে ফুটবল দেখার প্রতি আকৃষ্ট করা খুবই কঠিন বলেন উল্লেখ করেন ফিফার নারী ফুটবলের প্রধান অফিসার সারাই বারেম্যান। ফুটবলের বৈশ্বিক আসরে নিউ জিল্যান্ডের মেয়েদের পারফরম্যান্সও যাচ্ছেতাই। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ আসরে অংশ নিয়ে জয়ের খাতাই খুলতে পারেনি তারা! আগামী বৃহস্পতিবার নিউ জিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের ফুটবলের বৈশ্বিক আসরের।