অনলাইন ডেস্ক :
এক সপ্তাহের ব্যবধানে প্রেক্ষাগৃহে আসছে দেশের নতুন সিনেমা। এর নাম ‘যেমন জামাই তেমন বউ’। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিটি শুক্রবার (৯ জুন) ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তথ্যটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক। নির্মাণের অভিজ্ঞতা ও ছবিটি সম্পর্কে প্রত্যাশার কথা জানিয়ে মনতাজুর রহমান আকবর বললেন, ‘খুব ভালো আয়োজনে আমরা ছবিটা বানিয়েছি। এর গল্পটা ফ্যামিলি ড্রামা ধাঁচের। এই ধরনের সিনেমা যখনই তৈরি হয়েছে, দর্শক দেখেছে। আমার প্রত্যাশা এবারও দর্শক পরিবার-স্বজন নিয়ে হলে যাবেন।’
‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে জামাই তথা নায়কের ভূমিকায় আছেন ডিপজল; আর তার বউ অর্থাৎ নায়িকা মৌ খান। এছাড়াও অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ। বেশ কিছু দিন আগেই ছবিটির পোস্টার-ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেগুলো দেখে দর্শক যে সন্তুষ্ট হতে পারেনি, তার প্রমাণ মন্তব্যের ঘরেই পাওয়া যায়। এ ধরনের ছবি এখন আর দর্শক দেখে না বলেই মনে করেন তারা। যদিও ছবি সংশ্লিষ্টদের প্রত্যাশা বরাবরই ইতিবাচক।
আরও পড়ুন
ময়না হয়ে নাচবে বুবলী, সঙ্গী জীবন
কনসার্টে গিয়ে পরকীয়া ফাঁস, মার্কিন সিইও বরখাস্ত
‘মাসুদ রানা’ সিরিজের গল্পে ওয়েব ফিল্ম, থাকছেন মৌ