October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 23rd, 2024, 7:45 pm

২১ বলে সেঞ্চুরির রেকর্ড

অনলাইন ডেস্ক :

তান্ডব বললেও হয়তো কমই বলা হবে। ১৫৬ রান তাড়া করতে নেমে মাত্র ৫ ওভার ৩ বলে ম্যাচ জিতে নিয়েছে। এমন ঘটনা ঘটেছে স্পেনের একটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে। এর থেকে বিস্ময়কর খবর হলো, এই রান তাড়ায় নেমে মাত্র ২১ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আসজাদ বাট। ইউরোপিয়ান টি-টেন ক্রিকেট তো বটেই, প্রতিযোগিতামূল ক্রিকেটে এত কম বলে শতকের রেকর্ড নেই আর। ইসিএস স্পেনের ৮৬তম ম্যাচটি ছিল সোহাল হসপিটালেটের সঙ্গে কাতালুনিয়া ড্রাগন্সের। বার্সোলোনার মন্টজুইক অলিম্পিক গ্রাউন্ডের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ড্রাগন্স নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৫ রান তোলে।

দলটির অধিনায়ক আদিল শাহ ওপেন করতে নেমে ২৮ বলে করেন ৭১ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী হাফসেঞ্চুরি করেন সুফিয়ান ইলাহি। তিনি ৮টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫৭ রান করেন। লক্ষ্য তাড়ায় ওপেন করতে নামা আসজাদ সব হিসেব উল্টে দেন। ২১ বলে সেঞ্চুরি করার পাশাপাশি ২৭ বলে ১২৮ করে অপরাজিত থাকেন এই ডানহাতি-ব্যাটার। ৪৭৪ স্ট্রাইকরেটের এমন বিস্ফোরক ইনিংস খেলার পথে মেরেছেন ১৮টি ছয় ও ৪টি চার। ইউরোপিয়ান টি-টেন লিগে এর আগে ২৫ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল শের আলীর। ২০২৩ সালে তিনি ইউরোপিয়ান লিগেরই একটা ম্যাচে এই রেকর্ড করেছিলেন। এক বছরেরও কম সময়ে যা ভেঙে দিলেন আসজাদ।