অনলাইন ডেস্ক :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়ের দেওয়া ৪৯ রানের টার্গেটে পৌঁছতে বাংলাদেশের লেগেছে মাত্র ১০ দশমিক ৪ বল। অর্থ্যাৎ ২৩৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে দলীয় ২১ রানেই ফিরে যান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আখতার। তবে তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রুমানা আহমেদ। অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েন তারা। রুমানা ১৬ ও ফারজানা ১১ রানে অপরাজিত থাকেন। এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই আঘাত হানেন পেসার জাহানারা আলম। টপ অর্ডার ধসিয়ে দেন মূলত তিনিই। এরপর দুই স্পিনার সালমা খাতুন ও নাহিদা আক্তারও যোগ দেন উইকেট নেওয়ার মিছিলে। জাহানারা, সালমা ও নাহিদা প্রত্যেকেই তিনটি করে উইকেট শিকার করেন। অপর উইকেটটি নেন ঋতু মনি। জিম্বাবুয়ের মাত্র একজন ব্যাটার স্পর্শ করেছেন দুই অঙ্ক। সাত নম্বরে নামা প্রিসিয়াস মারাঙ্গে করেছেন সর্বোচ্চ ১৭ রান। এ ছাড়া বাকি সবাই ছিলে আসা যাওয়ায় ব্যস্ত। শেষ চার উইকেট তারা হারিয়েছে কোনো রান না তুলেই।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন