November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 6:39 pm

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলো পরে জানানো হবে এবং কিছু আসনে দলীয় শরিকদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে নির্বাচনে অংশ নেবেন। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনে অংশ নেবেন।

দলের ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য:

সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু

ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা-৬: ইশরাক হোসেন

ঢাকা-৮: মির্জা আব্বাস

নেত্রকোণা-৪: লুৎফুজ্জামান বাবর

গোপালগঞ্জ-৩: এসএম জিলানী

চট্টগ্রামের প্রার্থীরা হলো:

চট্টগ্রাম-১: নুরুল আমিন

চট্টগ্রাম-২: সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন

চট্টগ্রাম-৫: মীর হেলাল উদ্দিন

চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম-১২: এনামুল হক

চট্টগ্রাম-১৩: সরোয়ার জামাল নিজাম

চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে মিলিত হন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এর মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন প্রমুখ। এছাড়া সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।