December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 19th, 2023, 9:10 pm

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু

ফাইল ছবি

বুধবার (১৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। চলতি এই বছর মশাবাহিত রোগে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এই সময়ের মধ্যে, ডেঙ্গু জ্বরে আরও ১ হাজার ৭৯২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের মধ্যে ৯২২ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া রাজধানীতে ৩ হাজার ৩৭০ জনসহ মোট ৫ হাজার ৫৫২ জন ডেঙ্গু রোগী এখন সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এ পর্যন্ত, ২৫ হাজার ৭৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ সময় ২০ হাজার ৯৪ সুস্থ হয়েছেন।

দেশে গত বছর ডেঙ্গুতে ২৮১ জন মারা গেছেন। এ ছাড়া, গত বছর ৬২ হাজার ৪২৩ জন এ রোগে আক্রান্ত হন এবং ৬১ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন। ২০২১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।

—-ইউএনবি