দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে এ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।
একই সময়ে সারাদেশে নতুন করে আরও ৭০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭০০ রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, সিলেট বিভাগে ৫ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১০ জন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫২ হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ
মেনন-গাজী-আতিকুল-পলক নতুন মামলায় গ্রেপ্তার