October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 26th, 2025, 6:14 pm

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

 

দেশে ডেঙ্গুর পরিস্থিতি এখনও উদ্বেগজনকভাবে চলমান। গত ২৪ ঘণ্টায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু-related মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১,১৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে বরিশাল বিভাগে দুইজন, ঢাকা দক্ষিণ সিটিতে একজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছেন ২৮২ জন—এর মধ্যে ঢাকা উত্তরে ১৬৫ এবং দক্ষিণে ১৫৪ জন। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রাম বিভাগে ১২১, খুলনা বিভাগে ৬৫, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৫৬, রংপুরে ৫০ এবং সিলেটে ৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৫,৪৪০ জন ডেঙ্গু রোগী দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন।

এনএনবাংলা/