January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 7:35 pm

‘২৪ ঘণ্টায় অগ্রিম টিকিট বিক্রি ৩৪ হাজার’

অনলাইন ডেস্ক :

দক্ষিণ অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। তার বহুল আলোচিত সিনেমা ‘লাইগার’। সিনেমাটি পরিচালনা করেছেন পুরি জগন্নাথ। এটি একই সঙ্গে হিন্দি ও তেলেগুতে শুটিং হয়েছে। সিনেমাটি বিজয়ের প্যান-ভারতীয় আত্মপ্রকাশকে চিহ্নিত করবে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, গত রোববার শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। ২৪ ঘণ্টায় ৩৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। যা প্রায় ৫ লাখ রুপি (৪ লাখ ১৯ হাজার)। সিনেমাটি মুক্তি পেতে আরও তিনদিন বাকি। অন্যদিকে তেলেগুর জন্য প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে এখন পর্যন্ত ৬০ লাখ রুপি আয় হয়েছে। এরইমধ্যে সিনেমাটির অগ্রিম আয়ে আশাবাদী পরিচালক। ২৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও অনন্যা পান্ডে ও রাম্যা কৃষ্ণান প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এতে একটি ক্যামিওতে মাইক টাইসনও রয়েছেন। সিনেমাটি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। এদিকে, ট্রেলার প্রকাশের পর থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছিল লাইগার। কিন্তু আফাত শিরোনামের গানটি মুক্তির থেকে ক্ষোভ প্রকাশ ক্রমশ বেড়েই চলছে নেটিজেনদের। করণ জোহরের ব্যানারে নির্মিত লাইগার মূলত একটি প্যান ইন্ডিয়া সিনেমা। যেটি হিন্দির পাশাপাশি দক্ষিণের ভাষায়ও মুক্তি পাচ্ছে।