গাজীপুর, নাটোর, সিলেট ও মৌলভীবাজারে চারজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) এ হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম বলেন, ‘আমরা কিছু ফুটেজ ও ক্লু পেয়েছি। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি। জড়িত কেউই ছাড় পাবে না।
এদিকে রাত ১০টার দিকে নাটোরের গোপালপুরে এক প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, নাজমুল নামে একজন কুষ্টিয়া থেকে প্রাইভেটকারটি ভাড়া করে বনপাড়া যাচ্ছিল। পথে আরও দুইজন যাত্রী তোলা হয়। গাড়িটি নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় পৌঁছালে চালককে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য প্রথম যাত্রী নাজমুলকে আটক করে পুলিশ।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরের কিন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম আহমেদ নামে এক যুবক নিহত হয়েছে।
পুলিশ জানায়, ডালিম ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এছাড়াও মৌলভীবাজারের শমসেরনগর শাহ ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ দোকানে কুপিয়ে হত্যা করা হয় তাকে।
আরও পড়ুন
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার
ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ: ডিএমপি
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার