January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 15th, 2021, 7:27 pm

২৫৫ কোটি রুপি দাম উঠলো ‘কেজিএফ ২’ সিনেমার

অনলাইন ডেস্ক :

করোনার এই মহামারী বদলে দিয়েছে অনেক কিছুই। আর তার বাইরে নয় সিনেমা ইন্ডাস্ট্রি। প্রেক্ষাগৃহগুলো বন্ধ থাকায় ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠছে তাদের অন্যতম ভরসার জায়গা। বড় বাজেটের সিনেমা নির্মাণ করার পর ক্ষতির ভয়ে অনেকেই প্রেক্ষাগৃহে মুক্তির সাহস দেখাতে পারছেন না। এদিকে জেনিফার অ্যানিস্টন, দ্য রক, সালমান খানের মতো তারকারা ওটিটিতে দারুণ সাড়া পাচ্ছেন। এটা দেখেও অনেক প্রযোজক অনলাইনে মনযোগী হচ্ছেন। হয়তো সে তালিকায় দেখা মিলতে পারে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ ২’ – এরও। ছবিটির প্রযোজক বারবারই বলে আসছেন যে তিনি ওটিটিতে আগ্রহী নন। ছবির নায়ক যশও চান সিনেমা হলেই মুক্তি পাক তার ক্যারিয়ারের সবচেয়ে হিট সিনেমার সিক্যুয়েলটি। বেশ কিছু মোটা অংকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তারা। কিন্তু শনিবার থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, হতেও পারে ওটিটিতেই মুক্তি পাবে ‘কেজিএফ ২’। হোমবল ফিল্মস সিনেমাটির প্রধান স্বত্বাধিকার হলেও এর হিন্দি স্বত্বাধিকার কিনে নিয়েছে ফারহান আখতার এবং রিতেশের কোম্পানি এক্সেল এন্টারটেনমেন্ট। এখন অব্দি বেশ কয়েক বার করোনা মহামারীর কারণে পিছিয়ে গেছে সিনেমাটির মুক্তির তারিখ। আর তাই তারা চাইছেন ওটিটিতেই সিনেমাটি মুক্তি দিতে। গুঞ্জন উঠেছে, ইতোমধ্যে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম থেকে অফার এসেছে। তার একটি থেকে ২৫৫ কোটি রুপি পর্যন্ত দাম উঠেছে ‘কেজিএফ ২’ – এর। বিগ বাজেটের সিনেমা হওয়ায় করোনা মহামারীর মধ্যে এটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে চান না ফারহান ও রিতেশ। তবে তারা চান ওটিটির পাশাপাশি হলেও দেখানো হোক ‘কেজিএফ ২’। শোনা যাচ্ছে শুরুতে আপত্তি করলেও বাস্তবতার প্রেক্ষাপটে সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল এবং নায়ক যশ নিজেও এমন প্রস্তাবে সাড়া জানাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই হয়তো দেখা মিলবে উপমহাদেশ কাঁপানো সিনেমা ‘কেজিএফ ২’ -এর।