January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 1st, 2022, 7:25 pm

২৫ কেজি ওজন কমিয়েছেন মাহফুজ

অনলাইন ডেস্ক :

নতুন এই ছবিতে মনা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করছেন এ সময়েরই জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। আর তাই হয়তো একটু বেশি কসরতে রয়েছেন এই সেলিব্রেটি। বর্তমানে তিনি সেই ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে এরইমধ্যে ২৫ কেজি ওজন কমিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি ফেরার মতো করেই ফিরতে চাই। অপেক্ষা করছিলাম সিনেমা দিয়ে কাজে ফিরব, ফিরছি। এজন্য নিজেকে প্রস্তুত করছি অনেক দিন থেকে। চরিত্রের সঙ্গে সম্পূর্ণ মানিয়ে নিতে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মাঝে বেশ কয়েকটি কাজের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন। এ বিষয়ে ছবির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ছবিটির জন্য মাহফুজ আহমেদ যেভাবে পরিশ্রম করেছেন, এখনও করছেন, তা অবিশ্বাস্য। দীর্ঘ বিরতির পর ক্যামেরায় এই নায়ককে দেখে দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে তার এই নতুন চমক দেখার জন্য।