December 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 3:22 pm

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান।

রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর।

তিনি আরও বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠকের সময়ই নির্বাচনের সময়সূচির বিষয়ে আলোচনা হয়েছিল।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া সাজার রায় বাতিল হয় এবং কয়েকটি মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান।

এনএনবাংলা/