অনলাইন ডেস্ক:
দক্ষিণ ভারতের সুপারস্টার অজিত কুমার। তার সিনেমা মানেই বক্স অফিস হিট। ভারতবর্ষে তার জনপ্রিয়তাও আকাশচুম্বি। ক্যারিয়ারের শুরুর দিকে অনেক নায়িকার সঙ্গেই জুটি হয়ে হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাদের একজন সিমরান। অজিত ও সিমরান একসঙ্গে পর্দায় প্রথম হাজির হন ১৯৯৮ সালে ‘অবাল বারুয়ালা’ ছবি দিয়ে। সেই ছবি ছিল ব্যবসা সফল।
এরপর ‘ভালে’ (১৯৯৯) এবং ‘উন্নাই কোডু’ (২০০০) সিনেমাগুলোতে তাদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল। আজও সেইসব ছবির নানা দৃশ্য ও গান নস্টালজিক করে দর্শককে।
নতুন খবর হলো, নব্বই দশকের হিট জুটি বড় পর্দায় ফিরে আসছে আবারও। ২০২৫ সালের অন্যতম প্রত্যাশিত সিনেমা ‘গুড ব্যাড আগলি’ দিয়ে ২৫ বছর পর একসঙ্গে কাজ করেছেন অজিত ও সিমরান। খবরটি দক্ষিণী সিনেমার ভক্তদের জন্য বেশ উত্তেজনার বটে।
আদিক রবিশংকরানের পরিচালনায় সিনেমাটি নিয়ে এরইমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সম্প্রতি গুঞ্জন উঠেছে যে সিমরান সিনেমাটিতে ক্যামিও চরিত্রে উপস্থিত হতে পারেন। যার মাধ্যমে ২৫ বছর পর আবার একসঙ্গে পর্দায় আসবেন তিনি ও অজিত।
‘গুড ব্যাড আগলি’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১০ এপ্রিল। সিনেমাটি তার থিয়েট্রিক্যাল রান শেষ হলে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্যও উন্মুক্ত হবে। এ ঘোষণা দিয়ে নেটফ্লিক্স তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘একে (অজিত কুমার) ফ্যানরা, এটা আপনার পছন্দ বেছে নেওয়ার সময়। ‘গুড, ব্যাড, না আগলি’ থিয়েট্রিক্যাল রিলিজের পর নেটফ্লিক্সে তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়া এবং হিন্দিতে আসছে!’
আরও পড়ুন
অবৈধ সম্পদ: ইনুর বিরুদ্ধে মামলা হচ্ছে, সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান
৬৫ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা পান্নু, ফখরুলের উদ্বেগ
শিক্ষকদের বেতন ২০ মার্চের মধ্যে, বোনাস ২২ তারিখের পর