নিজস্ব প্রতিবেদক :
করোনা টিকাদানের হারকে বাড়াতে সরকার এক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ৩০ বছর থেকে কমিয়ে ২৫ বছর করেছে। এখন থেকে ২৫ বছর বা তার বেশি বয়সের মানুষ সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র এ তথ্য জানিয়েছে।
টিকা নেয়ার জন্য নিবন্ধকরণের সুযোগ দিতে বাংলাদেশের আইসিটি বিভাগের চালু করা অফিশিয়াল অ্যাপটিও এই তথ্য জানিয়েছে।
এর আগে ১৯ জুলাই, টিকা নিবন্ধনের জন্য সরকার বয়সসীমা ৩৫ বছর থেকে কমিয়ে ৩০ বছর করেছে।
যদি কেউ করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে চান তবে তাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে।
নিম্নলিখিত তথ্যগুলো সুরক্ষা অ্যাপের নিবন্ধন ফরমে পূরণ করতে হবে
• জাতীয় পরিচয়পত্রের নম্বর
•জন্ম তারিখ
•মোবাইল ফোন নম্বর
•দীর্ঘ মেয়াদী অন্য রোগ
• পছন্দসই টিকা কেন্দ্রের ঠিকানা
•টিকা গ্রহণে সম্মতি
অ্যাপ্লিকেশন মোবাইল ফোন নম্বরে একটি ওটিপি পাঠিয়ে ব্যবহারকারীকে যাচাই করে নিবন্ধনের অনুমতি দেবে। নিবন্ধনকারীরা তাদের আবেদনের অবস্থা পরীক্ষা করতে পারবেন, টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন এবং টিকা দেয়ার পর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ১৫ জুলাই বলেছেন, ‘দেশে ১৮ বছরের বেশি বয়সের সবাইকে ধীরে ধীরে টিকা দেয়া হবে। দেশের শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধীরে ধীরে ১৮ বছরের ওপরে সকল নাগরিককে করোনা টিকাদান কর্মসূচির আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে।’
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
৪৩তম বিসিএস গোয়েন্দা সুপারিশে বাদ ২২৭ জন, থাকছে পুনর্বিবেচনার সুযোগ
সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা