December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 25th, 2021, 1:15 pm

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ২৯ জুন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে ২৯ জুন।
ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরম পূরণ চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।
এইচএসসি পরীক্ষা ২০২১ উপলক্ষে কোন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এ সংক্রান্ত কোন ফি আদায় করা যাবে না।
এবার করোনা অতিমারির কারণে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।
২০২১ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য দেশের সকল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।