জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):
পটুয়াখালীর কলাপাড়ায় ২ কোটি বাগদা চিংড়ির রেনু সহ দুইটি মাছধরা ট্রলার জব্দ করেছে কোষ্টগার্ড। সোমবার গভীর রাতে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব রেনু জব্দ করা হয়। এসময় নিজামপুর কোষ্টগার্ডের সদস্যরা এর সাথে জাড়িত কোন জেলেকে আটক করতে পারেনি। পরে মঙ্গলবার বেলা ১১উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে রেনুগুলো কোষ্টগার্ডের স্টেশন সংলগ্ন সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান পিও সাংবাদিকদের জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়।
আরও পড়ুন
শামীম ওসমানের সাড়ে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ, ৪৫০ কোটির সন্দেহভাজন লেনদেন
তারেক-জুবাইদার দুর্নীতি মামলার বিচার ‘নিরপেক্ষ হয়নি’-হাইকোর্টের পর্যবেক্ষণ
ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার