অনলাইন ডেস্ক :
মিশরের কোচ হিসেবে দায়িত্ব পেয়ে দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য সময়ও পেলেন না এহাব গালাল। দুই মাস ও তিন ম্যাচ পরই তাকে সরিয়ে দিল মিশর ফুটবল কর্তৃপক্ষ। দলটি কাতার বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ হলে দায় মাথায় নিয়ে সরে দাঁড়ান মিশরের ওই সময়ের কোচ কার্লোস কুইরোজ। তারই উত্তরসূরি হিসেবে গত এপ্রিলে নিয়োগ পেয়েছিলেন গালাল। কিন্তু তিনি সাবেক হয়ে গেলেন দ্রুতই। ৫৪ বছর বয়সী সাবেক ফুটবলারের কোচিংয়ে শুরুটা অবশ্য ভালোই করেছিল মিশর; আফ্রিকান নেশন্স কাপের বাছাইয়ে গিনিকে ১-০ গোলে হারিয়েছিল তারা। বাছাইয়ের পরের ম্যাচেই অবশ্য ইথিওপিয়ার বিপক্ষে হেরে বসে ২-০ গোলে। আর সবশেষ গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দল ৪-১ গোলে হেরে যাওয়ার পরই গালালের ওপর আস্থা হারিয়ে ফেলে কর্তৃপক্ষ। দলকে কক্ষপথে ফেরানোর লক্ষ্যে এবার বিদেশি কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর