অনলাইন ডেস্ক :
ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে দেশটি থেকে প্রতিবেশী অন্যান্য দেশে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআরের হাইকমিশনার টুইটারে বলেছেন, রাশিয়ার হামলার কারণে ইউক্রেন ত্যাগ করা নাগরিকের সংখ্যা অনবরত পরিবর্তিত হচ্ছে। এ বিষয়ে রবিবারের পরবর্তী ভাগে আরেকটি হালনাগাদ তথ্য দেয়া হবে।
শনিবার সংস্থাটির অনুমান ছিল কমপক্ষে দেড় লাখ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়াসহ অন্যান্য দেশে পালিয়ে গেছেন।
পোল্যান্ড সরকার শনিবার জানায়, গত ৪৮ ঘণ্টায় এক লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত পাড়ি দিয়েছেন।
আরও পড়ুন
সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
টোল আদায়ে অনিয়মে হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পশ্চিমবঙ্গে ফের মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ, মমতার মন্তব্যে নতুন বিতর্ক