জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দল দেশের সব ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তিনি জানান, নিজেও ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমরা ৩০০ আসনের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রার্থীদের তালিকা এই মাসের মধ্যেই প্রকাশ করতে পারব বলে আশা করছি।
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, আমি ঢাকার ছেলে, তাই ঢাকাতেই প্রতিদ্বন্দ্বিতা করব।
দলের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, সারা দেশে সংগঠনকে আরও শক্তিশালী করতে তারা কাজ করে যাচ্ছেন। বর্তমানে এনসিপির ৫০টির বেশি জেলা কমিটি এবং ৩২৩টি উপজেলা কমিটি রয়েছে। যেসব জেলা ও উপজেলায় এখনো কমিটি গঠন হয়নি, সেগুলোতে চলতি মাসের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
এনএনবাংলা/

আরও পড়ুন
ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
উপহারের সেই নৌকা সরকারি তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা
ধানের শীষ-শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী