January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 6th, 2025, 5:34 pm

৩০ ছক্কায় নতুন রেকর্ড, হেলসের সেঞ্চুরি, ১৮৬ রানের জুটি—সিলেটের ২০৫ রান হেলায় পেরোল রংপুর

বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন অ্যালেক্স হেলসশামসুল হক

নিজস্ব প্রতিবেদক:

চার-ছক্কার উৎসব দিয়েই শুরু হলো বিপিএলের সিলেট পর্ব। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ম্যাচে বোলারদের কাঁদিয়ে রান উৎসব করেছেন ব্যাটসম্যানরা। যে ম্যাচে ২০৫ রান করেও জিততে পারেনি সিলেট। ২০৬ রানের লক্ষ্যটা রংপুর ৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে চার ম্যাচে চতুর্থ জয় পেয়েছে। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। সিলেটে হারল দুই ম্যাচেই।

অ্যালেক্স হেলসের ছক্কায় যখন শেষ হলো ম্যাচটি, ছক্কার নতুন রেকর্ড দেখে ফেলে বিপিএল। ম্যাচে এটি ছিল ৩০তম ছক্কা। বিপিএলে এক ম্যাচে এর আগে ২৯টির বেশি ছক্কা দেখেনি। ২৯ ছক্কার দুই ম্যাচের একটি আবার এবারের বিপিএলেরই। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৯টি ছক্কা।

হেলস বিপিএলে নিজের দ্বিতীয় ও সব মিলিয়ে স্বীকৃত টি-টুয়েন্টিতে সপ্তম সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১১৩ রানে। ১৮৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী সাইফ হাসান আউট হয়েছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৮০ রান করে। ফ্লিক করে দারুণসব ছক্কা মেরেছেন দুজনই।

৭ ছক্বায় ৮০ রান করেছেন রংপুরের সাইফ হাসান৭ ছক্বায় ৮০ রান করেছেন রংপুরের সাইফ হাসান

রান তাড়ায় রংপুর প্রথম ওভারেই হারায় আজিজুল হাকিমকে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ৫ বল খেলে কোনো রান করতে পারেননি। ২ রানে প্রতিপক্ষের প্রথম উইকেট তুলে নেওয়া সিলেটের আশার বেলুন এরপর ফুটো করে দেন অ্যালেক্স হেলস ও সাইফ হাসান।

দ্বিতীয় উইকেটে ১৬.৫ ওভারে ১৮৬ রান যোগ করেন দুজন। বিপিএল ইতিহাসে যা যে কোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি। ৪৯ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৮০ রান করেছেন সাইফ। ৫৪ বলে সেঞ্চুরি ছোঁয়া হেলসও মেরেছেন ৭টি ছক্কা। ৫৬ বলের ইনিংসে ১০টি চারও মেরেছেন এই ইংলিশ ওপেনার।

৫ বলে ২০ রান করেছেন জাকের আলী৫ বলে ২০ রান করেছেন জাকের আলী

এর আগে সিলেটের ইনিংসে ফিফটি পেয়েছেন রনি তালুকদার ও জাকির হাসান। ওপেনার রনি ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৫৪ রান। আইরিশ খেলোয়াড় জর্জ মানসিকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৭ রান যোগ করেন রনি। মানসির বিদায়ের পর ব্যাটিংয়ে নামা জাকির ৩৮ বলে ৪ ছক্কায় করেন ৫০ রান।

তবে সিলেটের রানটা ২০০ পেরিয়েছে শেষ দিকে অ্যারন জোন্স ও জাকের আলীর ঝড়ে। ১৯ বলে ৪ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত ছিলেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় জোন্স। বাংলাদেশের জাতীয় দলের ব্যাটসম্যান জাকের তো ৫ বলেই ৩ ছক্কায় তুলে ফেলেন ২০ রান। পাকিস্তানি বাঁহাতি পেসার আকিফ জাভেদের করা শেষ ওভারে ২৭ রান তোলেন জাকের ও জোন্স।