অনলাইন ডেস্ক :
এ মাসেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ দু’টি সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ব্যাট-বলের লড়াই শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগামী ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ জুলাই ও ২ আগস্ট। টি-টোয়েন্টি শেষে ওয়ানডে সিরিজ সিরিজের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৫ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে- ৭ আগস্ট ও ১০ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায় এবং আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি :
৩০ জুলাই : প্রথম টি-টোয়েন্টি (হারারে স্পোর্টস ক্লাব)
৩১ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি (হারারে স্পোর্টস ক্লাব)
২ আগস্ট : তৃতীয় টি-টোয়েন্টি (হারারে স্পোর্টস ক্লাব)
৫ আগস্ট : প্রথম ওয়ানডে (হারারে স্পোর্টস ক্লাব)
৭ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে (হারারে স্পোর্টস ক্লাব)
১০ আগস্ট : তৃতীয় ওয়ানডে (হারারে স্পোর্টস ক্লাব)
আরও পড়ুন
ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম