January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 15th, 2022, 7:20 pm

৩০ ডিসেম্বর আবারও এফডিসিতে নির্বাচন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। মঙ্গলবার ২০২৩-২৪ মেয়াদের এই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হওয়ার কথা আছে। পরিচালক সমিতির সাংগঠনিক সচিব অপূর্ব রানা জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর মনোনয়নপত্র কেনা শুরু হবে। জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন আবদুল লতিফ বাচ্চু। অন্য দুই কমিশনার হবেন চিত্রপরিচালক বি এইচ নিশান ও শামসুল আলম। খোঁজ নিয়ে জানা গেছে, এবারের পরিচালক সমিতির আসন্ন নির্বাচনে দুই প্যানেলে প্রার্থী হচ্ছেন নির্মাতারা। এক প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন জাকির হোসেন রাজু। অপর প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন কাজী হায়াৎ। তাঁর প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী থাকছেন শাহীন সুমন।