January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 13th, 2025, 4:30 pm

৩১ ঘণ্টা ধরে অনশনে জবির শিক্ষার্থীরা, কমপ্লিট শাটডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

তিন দফা দাবিতে ৩১ ঘণ্টা ধরে গণ–অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাছবি: প্রথম আলো
তিন দফা দাবিতে ৩১ ঘণ্টা ধরে গণ–অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। ক্যাম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তাঁরা তালা ঝুলিয়ে দেন।

সেনাবাহিনীর কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে এসব কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল সাড়ে আটটায় শিক্ষার্থীরা গণ–অনশন কর্মসূচি শুরু করেন।

তিন দফা দাবিতে ৩১ ঘণ্টা ধরে গণ–অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাগণ–অনশন কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছবি:
গতকাল রাতে অনশনরত অবস্থায় শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অনেকে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

গণ–অনশনে প্রায় ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গতকাল রাত ১০টার সময় গুরুতর অসুস্থ অবস্থায় ন্যাশনাল মেডিকেল হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সাত শিক্ষার্থীকে সেবা দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের আরও দুটি দাবি হলো পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেজড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে। যত দিন পর্যন্ত আবাসনব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

অনশনের এক পর্যায়ে শিক্ষার্থীদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন
অনশনের এক পর্যায়ে শিক্ষার্থীদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ছবি:
অনশনরত শিক্ষার্থীরা জানান, বিকেল চারটার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না এলে তাঁরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবেন। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অনশনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীদের চলমান এ গণ–অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও সর্বাত্মক একাত্মতা পোষণ করে।