September 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 9:11 pm

৩৬৩ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও নাবিল গ্রুপের মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

 

৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক ও এমডি মো. আমিনুল ইসলাম, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় বলা হয়েছে, নামসর্বস্ব প্রতিষ্ঠান ‘নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল’-এর অনুকূলে ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা-১ এর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে আছেন- এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক ও এমডি মো. আমিনুল ইসলাম, সোনালী ট্রেডার্সের পরিচালক শহিদুল আলম, সেঞ্চুরি ফ্লাওয়ার মিলসের এমডি মো. আরিফুল ইসলাম চৌধুরী, একই প্রতিষ্ঠানের পরিচালক মো. হাছানুজ্জামান, নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মামুন অর রশিদ, একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুন অর রশিদ।

এজাহার সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশের গুলশান শাখার কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই প্রতিষ্ঠানের অনুকূলে ৬৭০ কোটি টাকা ঋণ সুবিধা মঞ্জুর করা হয়। তবে এই অনুমোদিত ঋণের মধ্যে ৩৬৩ কোটি টাকা প্রকৃতপক্ষে আত্মসাৎ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকের রেকর্ডপত্র তৈরি করে অনিয়ম এবং দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন।

এনএনবাংলা/