December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 28th, 2024, 7:33 pm

৩৭ হাজার টাকায় শুরু হয়েছিল সিনেমাটি

নিজস্ব প্রতিবেদক:

মাত্র ৩৭ হাজার টাকা নিয়ে শুটিংয়ের জন্য রওয়ানা হয়েছিল দলটি। শুরুর পর টাকার অভাবে শুটিং বন্ধ হয়ে যায়। যখন হতাশ হয়ে ঘরে উঠবেন বলে ঠিক করলেন তরুণ নির্মাতা, তার কাঁধে এসে হাত রাখলেন প্রযোজক।

গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছিল সোহেল রানা বয়াতি পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। সেখানেই সিনেমা বানানোর সংগ্রামের গল্প বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই তরুণ নির্মাতা।

৩৭ হাজার টাকায় শুরু হয়েছিল সিনেমাটি

সোহেল রানা বয়াতি বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে আমাদের প্রথম সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রথম সিনেমা নিয়ে অনেক স্বপ্ন থাকলেও প্রতি মুহূর্তে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। শেষ মুহূর্তে যখন সিনেমাটি নিয়ে হতাশ হয়ে পড়েছিলাম, তখন খালেদ ভাই (নাজমুল হক ভূঁইয়া) সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সবার সহযোগিতায় অবশেষে সিনেমাটি বানানো শেষ করেছি। এই সিনেমা মানুষের মনে দাগ কাটবে। অনেকেই চাইবে নয়া মানুষ হতে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রধান চরিত্রের অভিনেতা রওনক হাসান। তিনি বলেন, ‘এই কাজটা অসম্ভব কষ্ট করে করা। আমাদের সব কথা নয়া মানুষের মাধ্যমে বলা হয়েছে। যার জন্য সিনেমাটি দেখতে হবে। মানুষের চোখকেও সিনেমাটা আরাম দেবে।’

ছবির অভিনেত্রী মৌসুমী হামিদের প্রশংসা করে তিনি বলেন, ‘মৌসুমী চরের মানুষের সঙ্গে একেবারে মিশে গিয়েছিল। এতটাই যে, কখনও ওকে সেখানকার মানুষ থেকে আলাদা মনে হয়নি। সিনেমাটির জন্য আমরা বিশাল যুদ্ধ করেছি। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখলে সেটা বুঝবেন।’

উপস্থিত অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, ‘এই সিনেমাটি আমাকে শক্তি জুগিয়েছে। নয়া মানুষের জার্নি আমার ব্যক্তিজীবনেও কাজে লেগেছে। নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটি যখন বন্ধ হয়ে যায়, তখন নাজমুল হক ভূঁইয়া সেটার হাল ধরেন। তিনি না হলে সিনেমাটি শেষ হতো না। আমরা নয়া মানুষ নিয়ে অনেক বেশি আশাবাদী।’

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা আশীষ খন্দকার বলেন, ‘লাতিন আমেরিকার মতো এই সিনেমাটি না খাওয়া মানুষের গল্প। জিরো থেকে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়, সেটি এখন মুক্তির জন্য প্রস্তুত। সব মিলিয়ে দারুণ একটি সিনেমা হয়েছে। আশা করি, নয়া মানুষ একটি স্বার্থক জায়গায় যাবে।’

পুরো সিনেমার সারাংশ ১ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে তুলে ধরেছেন নির্মাতা। আনুষ্ঠানিক উন্মোচনের পর ইউটিউবে অবমুক্ত করা হয় সেটি। আগামী ৬ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘নয়া মানুষ’। সিনেমাটির মুক্তির আগে প্রকাশ করা হলো ট্রেলার। সেখানে উপস্থিত ছিলেন সিনেমা সংশ্লিষ্ট আরও অনেকে।

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনা নিয়ে ‘নয়া মানুষ’ বানিয়েছেন সোহেল রানা বয়াতি। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। এর আগে গত ২১ নভেম্বর সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি, ঊষশী প্রমুখ।

২০২২ সালের অক্টোবর মাসে শুরু হয় ‘নয়া মানুষ’ ছবির শুটিং। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হলে ছবির কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের এপ্রিল থেকে আবারও নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল। প্রযোজনার বাদবাকি কাজ শেষে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় নয়া মানুষ এবং ২ অক্টোবর সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ দেন বোর্ড সদস্যরা।