লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ৩ ঘণ্টা নাটোরের ইয়াছিনপুর স্টেশন এলাকায় আটকা ছিল। এ সময় ব্যাহত হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আাসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত ৮টা ২০ মিনিটে নাটোর স্টেশন ছাড়ার পর ইয়াছিনপর স্টেশনের কাছাকাছি পৌঁছালে সিঙ্গেল লাইনে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে যায়।
তিনি আরও বলেন, দুর্গম স্থানে ট্রেন আটকা পড়ায় যাত্রীদের মাঝে ভীতিকর পরিবেশ তৈরি হয়। রাত সাড়ে ১০টার দিকে নাটোরের আব্দুলপুর জংশন থেকে মালগাড়ির ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে পুনরায় নাটোর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সেখানে ইঞ্জিন পরিবর্তনের পর রাত ১১টা ২৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আসাদুজ্জামান বলেন, এ সময় খুলনা মেইলসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ