শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট “এফবি মায়ের দোয়া”-এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ১৪ আগস্ট “এফবি মায়ের দোয়া” নামের ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। এরপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, গতকাল ১৭ আগস্ট রবিবার সকল ১০ টায় ওই বোটের একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫নম্বর বয়া এলাকা থেকে ৮ জন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেয় কোস্ট গার্ড।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।’

আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রী থেকে ১০২টি মোবাইল জব্দ
রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন
ডেঙ্গুতে ঢাকায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০ জন