January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 28th, 2021, 1:12 pm

৪র্থ ধাপের ইউপি নির্বাচন: ৩৯০ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী

ফাইল ছবি

রবিবার অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোট ৩৯৬ জন প্রার্থী আওয়ামী লীগ মনোনীত এবং ৩৯০ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।নির্বাচন কমিশন জানায়, ৮৩৮টি ইউপিতে নির্বাচন হলেও সোমবার পর্যন্ত ৭৯৬টির ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে ৩৯৬টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন, যার মধ্যে অন্তত ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ৫৮ জেলার ১১৮টি উপজেলায় মোট ৩৯০ জন স্বতন্ত্র্য প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে এর মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

ইসির পরিসংখ্যান অনুযায়ী, অন্য নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ছয়জন, ইসলামী আন্দোলনের দুজন এবং জাকের পার্টির একজন রয়েছে।দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে তাদের ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করা থেকে বিরত রয়েছেন।

ইউপি নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থীরা রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারেন।

গত ১০ নভেম্বর দেশব্যাপী চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

—ইউএনবি