৪০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল বুধবার প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিভিন্ন ক্যাডার পদে এক হাজার ৯৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া শূন্যপদের ভিত্তিতে নিয়োগ সাপেক্ষে নন-ক্যাডার পদে আট হাজার ১৬৬ জন সফল প্রার্থীকে রাখা হয়েছে।
পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য পিএসএসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিভিন্ন ক্যাডারের এক হাজার ৯০৩টি শূন্যপদ পূরণে পিএসএসি ২০১৮ সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে এর সঙ্গে আরও ৩১৬টি পদ যোগ করা হয়।
মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ১০ হাজার ৯৬৪ জন প্রার্থীর মধ্যে ১০ হাজার ২৫৪ জন প্রার্থী পাস করেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
এসবি প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি গোলাম রসুল
সীমান্তে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক